Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

*** উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই), ব্যানবেইস, লোহাগড়া, নড়াইল-এ আপনাকে স্বাগতম *** ব্যানবেইস কর্তৃক পরিচালিত GIS & CVS জরিপ কার্যক্রম শুরু হয়েছে। জরিপ কার্যক্রম ১১ আগস্ট২০২৫ থেকে ০৭ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত চলমান থাকবে।


কি সেবা কিভাবে পাবেন

শিক্ষা বিষয়ক তথ্য সেবা

 

  • দেশের মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক শিক্ষা ক্ষেত্রে শিক্ষা বিষয়ক তথ্য সেবা প্রদানের জন্য UITRCE কার্যালয় কাজ করে যাচ্ছে।


  • EIIN (Educational Institute Identification Number) নম্বরবিহীন শিক্ষা প্রতিষ্ঠানের ব্যানবেইস হতে EIIN নম্বর প্রাপ্তিতে UITRCE কার্যালয় সার্বিক সহযোগিতা প্রদান করে যাচ্ছে।


  • ব্যানবেইস কর্তৃক পরিচালিত বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ কাজ পরিচালনায় UITRCE কার্যালয় হতে সকল  প্রকার সহায়তা প্রদান করা হয়।


  • মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষকবৃন্দের আইসিটি প্রশিক্ষণ সংক্রান্ত তথ্যসেবা প্রদানে UITRCE কার্যালয় ভূমিকা রেখে চলেছে।


        যে কোন শিক্ষাতথ্য বা পরিসংখ্যান জানার জন্য UITRCE কার্যালয়ের সহকারী প্রোগ্রামার, কম্পিউটার অপারেটর অথবা ল্যাব এসিসট্যান্ট এর সাথে যোগাযোগ করা যেতে পারে ।

 

*** উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই), ব্যানবেইস, লোহাগড়া, নড়াইল-এ আপনাকে স্বাগতম ***