উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (UITRCE), লোহাগড়া, নড়াইল কার্যালয় ০২ মার্চ, ২০১৬ সালে যাত্রা শুরু করার পর মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পর্যায়ের শিক্ষকবৃন্দকে ০৩ (তিন) টি মডিউলে
(১) বেসিক আইসিটি,
(২) কম্পিউটার হার্ডওয়্যার, নেটওয়ার্ক ও ট্রাবলশুটিং এবং
(৩) ইন্টারেক্টিভ টিচিং এন্ড লাইভ ক্লাস ম্যানেজমেন্ট
বিষয়ে প্রশিক্ষন প্রদান করে আসছে।
উক্ত প্রশিক্ষণের ফলস্বরুপ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাস কার্যক্রম প্রসার লাভ করেছে এবং শিক্ষকবৃন্দ পেশাগত ও ব্যক্তিগত কাজে তথ্য-প্রযুক্তি ব্যবহারের দক্ষতা অর্জন করছেন।
একই সাথে বার্ষিক শিক্ষা জরিপ, স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন, শিক্ষা প্রতিষ্ঠানের জিআইএস জরিপ, পিএমটি ভ্যালিডেশন, ব্যনবেইস, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশিঅ) সহ শিক্ষা মন্ত্রণালয়ের মাঠপর্যায়ে অন্যান্য রুটিন কার্যক্রম পরিচালনা সহজ এবং দ্রুততর হয়েছে। প্রশিক্ষণের ফলে শিক্ষা পরিসংখ্যান সূদৃঢ় হয়েছে এবং শিক্ষাতথ্য-পরিসংখ্যান সরবরাহ সহজতর হয়েছে।
শিক্ষার্থীদের ইউনিক আইডি (UID) তৈরির কারিগরি সকল সহায়তা প্রদান করার ক্ষেত্রে সরকারি এ প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখছে।
এছাড়াও, কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং সকল পর্যায়ের সেবা গ্রহীতাবৃন্দের জন্য পুস্তকসমৃদ্ধ বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার স্থাপন করা হয়েছে - যা সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞানার্জন এবং শিক্ষা-গবেষণা বিষয়ে সহায়ক ভূমিকা রাখছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS